চার্জ সংরক্ষণে ব্যাটারির প্রয়োজন পড়বে না। মার্কিন গবেষকেরা তারবিহীন যন্ত্রে ব্যাটারিতে চার্জ সংরক্ষণের পরিবর্তে ভিন্ন একটি পদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন। তাঁদের দাবি, প্রচলিত চার্জ দেওয়ার পদ্ধতির বিকল্প হবে এ পদ্ধতি, যাতে ব্যাটারির প্রয়োজন পড়বে না। তারবিহীন উপায়ে বেতার তরঙ্গ থেকেই চার্জ সংগ্রহ করবে যন্ত্র। টাইম অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তারবিহীন প্রযুক্তির যন্ত্রে তরঙ্গের মাধ্যমে চার্জ দেওয়ার পদ্ধতি নিয়ে কাজ করছেন। তাঁরা কয়েকটি প্রোটোটাইপ যন্ত্রও উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন।
গবেষকদের দাবি, তাঁদের তৈরি যন্ত্রগুলো পরস্পর ব্যাটারিবিহীন উপায়ে যোগাযোগ করতে সক্ষম। এ ক্ষেত্রে যন্ত্রগুলো বেতার তরঙ্গ ব্যবহার করে। এ পদ্ধতিটির নাম ‘অ্যামবিয়েন্ট ব্যাকস্ক্যাটার’। এ পদ্ধতিতে তারবিহীন যন্ত্র নির্দিষ্ট বেতার তরঙ্গকে যোগাযোগ ও শক্তির উত্স হিসেবে ব্যবহার করে। পদ্ধতিটির সঙ্গে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন পদ্ধতিটির মিল থাকলেও শক্তির উত্স ব্যবহারে পার্থক্য রয়েছে। এ যন্ত্রে উচ্চশক্তির তরঙ্গ উেসর প্রয়োজন পড়ে না; বরং তা এক যন্ত্র থেকে আরেক যন্ত্রে যোগাযোগ করতে পারে।
পরিধেয় কম্পিউটার তৈরিতে এ প্রযুক্তিটি কাজে লাগানো যাবে বলেই মনে করছেন মার্কিন গবেষকেরা। এ ছাড়া স্মার্টফোন বা ট্যাবলেটে ব্যাটারি ফুরিয়ে গেলেও যোগাযোগ করা সম্ভব হবে বলেই জানিয়েছেন তাঁরা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস