Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মোবাইলে অর্থ পরিশোধের সুবিধা পরীক্ষা করছে ফেসবুক
Details

ফেসবুকে কেনা কাটার ক্ষেত্রে ‘মোবাইল পেমেন্ট সার্ভিস’ নামে একটি অর্থ লেনদেনের পদ্ধতি পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছে ফেসবুক। এ পদ্ধতি ব্যবহারে ফেসবুকের অ্যাপ্লিকেশন ব্যবহার করে কেনা কাটা করার সময় তথ্য পূরণ ও অর্থ পরিশোধ করা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৫ আগস্ট ফেসবুক কর্তৃপক্ষ মোবাইল পেমেন্ট সার্ভিসটি পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে। এ সার্ভিসটি কবে নাগাদ ফেসবুক ব্যবহারকারীর কাছে উন্মুক্ত করা হবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটি।
ফেসবুকের মুখপাত্র টেরা রানডাল এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমানে ফেসবুকের সঙ্গে মোবাইল পেমেন্ট সেবাদাতা পেপলের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে, তবে ফেসবুকের অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের কাছে সহজে কেনাকাটা করার সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ থেকেই এ সেবাটির পরীক্ষা করে দেখা হচ্ছে।

Images
Attachments